খেলা

বেলজিয়ামকে ২ গোলে হারাল ফ্রান্স

ঢাকা জার্নাল ডেস্ক:

নেশন্স লিগের প্রথম ম্যাচের হারের স্বাদ পেতে হয়েছিল ফ্রান্সকে। ইতালির বিপক্ষে ৩-১ গোলের সেই হারের পর গতকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল দিদিয়ের দেশমের দল। বেলজিয়ামের বিপক্ষে এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না কিলিয়াম এমবাপে। তবে রিয়াল মাদ্রিদ তারকা না থাকলেও জয়ের দেখা ঠিকই পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নিরা।

ঘরের মাঠে গতকাল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে জিতেছে ফ্রান্স। ফরাসিদের জয়ের দিনে গোল পেয়েছেন কোল মুয়ানি এবং উসমান দেম্বেলে। ইতালির কাছে হারের পর গতকালের ম্যাচে শুরুর একাদশে ছিলেন না এমবাপে এবং আতোয়া গ্রিজমান।

এ দুজনকে ছাড়া খেলতে নেমে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নিয়েছে ফ্রান্স। ম্যাচের শুরুতে ফরাসিদের চেপে ধরে বেলজিয়াম। তবে গোল করতে পারেনি দলটি। এরপর ম্যাচের ১৪ মিনিটে প্রথম শট নেয় দেশমের শিষ্যরা।

ম্যাচে ফ্রান্স প্রথম গোলের দেখা পায় প্রথমার্ধের ২৯ মিনিটে। গোল করার লক্ষ্যে শট নিয়েছিলেন দেম্বেলে, তবে তা ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক, এরপর ফিরতি শটে গোলের দেখা পান কোলো মুয়ানি।

প্রথমার্ধে এগিয়ে যাওয়া ফ্রান্স দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করে। ম্যাচের ৫৭ মিনিটেই জালের দেখা পান উসমান দেম্বেলে। ডি বক্সের ভেতরে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের এড়িয়ে শট নিয়ে গোল করেন তিনি। এ ম্যাচে বদলি হয়ে নেমেছিলেন এমবাপে। ম্যাচে এরপর আর গোলের দেখা পায়নি কোনো দল, ফলে ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।