Lead

বেতন-বোনাসের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও

BGMEA_sm1_700092864বেতন বোনাসের দাবিতে তুবা গ্রুপের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অবরুদ্ধ করে রেখেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন। 

বুধবার সকাল ১১টা থেকে তারা বিজিএমই ভবন ঘেরাও করে রাখে শ্রমিকরা। 

বিজিএমইএ এর সহ-সভাপতি রিয়াজ-বিন-মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাংলানিউজকে তিনি বলেন, তুবা গ্রুপের মালিক তাজরীনের দুর্ঘটনার মামলায় জেল হাজতে রয়েছেন। তাই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া সম্ভব হচ্ছে না। 

শ্রমিকদের ভবন ঘেরাওয়ের কারণে সকালে অফিসে প্রবেশ করতে পারেন নি বলে জানান রিয়াজ। 

আন্দোলনকারী শ্রমিক আছমা বেগম অভিযোগ করেন, আমরা মে মাস থেকে বেতন ভাতা পাই না। ঈদ চলে এলেও বোনাস পাচ্ছি না। খেয়ে না খেয়ে অর্ধাহারে আমাদের দিন কাটছে। 

তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। 

এদিকে সমস্যা সমাধানে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ এর সভাপতি মো. আতিকুল ইসলাম বৈঠক করছেন বলে জানান রিয়াজ-বিন-মাহমুদ।

তিনি বলেন, মন্ত্রণালয়ে বিজিএমইএ সভাপতি মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করছেন কিভাবে বেতন বোনাস দেওয়া যায়। সে ক্ষেত্রে প্রয়োজনে কারখানার ফ্লোর বিক্রির প্রস্তাবও রাখা হয়েছে। আশা করা যাচ্ছে অতি শিগগির এ সমস্যার সমাধান হবে। 

তবে অবস্থানরত শ্রমিকরা জানান, কোনো আশ্বাস পেয়ে আর তারা ফিরে যাবেন না। বেতন-বোনাস হাতে না পাওয়া পর্যন্ত বিজিএমইএ  ভবনের সামনে অবস্থান করবেন। 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.