বৃষ্টি উপেক্ষ করেই সোয়ান গার্মেন্ট শ্রকিদের অবস্থান কর্মসূচি, সমাবেশ
ঢাকা জার্নাল: বৃষ্টি উপেক্ষ করেই সোয়ান গার্মেন্ট শ্রকিদের অবস্থান কর্মসূচি ও সমাবেশ চলছে। বুধবার টানা চারদিনের কর্মসূচিতে অংশ নিয়েছে শত শত শ্রমিক-কর্মচারি। তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গত ১২ জুলাই সকাল১১ টা থেকে টানা চারদিন এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনয়ন কেন্দ্রের ব্যানারে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
দিনভর অবস্থান ও সমাবেশের পর রাতে মুক্তিভবনে আশ্রয় নিচ্ছেন এসব শ্রমিকরা। নারী শ্রমিকরাও শ্রমিকদের সঙ্গে চাঁদা তিুলে ইফতার ও রাতের সিহরীর ব্যবস্থা করছেন প্রতিদিন।
বুধবার সকাল থেকে অবস্থান নেওয়ার পর শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। তার পরেও বৃষ্টি উপেক্ষ করে তাদের কর্মসূচি চলছে।
গত কয়েক দিনে প্রগতিশীল সংগঠনগুলো এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে।
ঢাকা জার্নাল, জুলাই ১৫।