বুধবার মায়ানমার থেকে ফিরছে আরো ৪৮ বাংলাদেশি
ঢাকা জার্নাল : মায়ানমারের জলসীমা থেকে আটক অভিবাসী প্রত্যাশীদের মধ্যে থেকে সপ্তম দফায় দেশে ফিরিয়ে আনা হচ্ছে আরো ৪৮ জন বাংলাদেশিকে।
বুধবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় পতাকা বৈঠক শেষে ঘুমধুম সীমান্ত দিয়ে ওই ৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হবে।
এ জন্য ওইদিন সকাল ১০টায় বাংলাদেশের ২১ সদস্যের একটি প্রতিনিধিদল মায়ানমারের ঢেঁকিবনিয়ায় যাবেন।
কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১৭) অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম রবি এ তথ্য জানিয়েছেন।
এরআগে চলতি বছরের ৮ ও ১৯ জুন, ২২ জুলাই, ১০ ও ২৫ আগস্ট এবং ১২ অক্টোবর ৬ দফায় শনাক্ত হওয়া ৭২৯ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।
ঢাকা জার্নাল, ডিসেম্বর ০১, ২০১৫।