বুদ্ধ পূর্ণিমা ঘিরে ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের আয়োজন

জুন ১১, ২০২৪

অনুপম বড়ুয়া টিপু,ফ্রান্সের প্যারিস থেকে

ফ্রান্সের প্যারিসের অদুরে অভারভিলা ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের উদ্যোগে দিনব্যাপী বৌদ্ধদের জাতীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা, বিহার উৎসর্গ, বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় সম্পন্ন হয়েছে।

৯ জুলাই স্থায়ী ভবনে ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৯টায় অষ্টপরিষ্কারসহ সংঘদানে সভাপতিত্ব করেন ফ্রান্সস্থ ধর্ম চাক্কা শ্রীলংকান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ নায়ক থের। দেশনা করেন ভদন্ত ইউ হুট ক্ষেমাচারা মহাথের (কম্বোডিয়া),ভদন্ত ভিক্ষু সুনীথা (কানাডা),ভদন্ত বিজয়ানন্দ মহাথের। আদেশ বড়ুয়ার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন সুনীল বড়ুয়া সানি। বক্তব্য দেন অপরূপ বড়ুয়া।

দুপুরে মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সস্থ বিশ্বশান্তি ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ বিদ্যাবারিধি ড. বরসম্বোধি মহাথের। প্রধান অতিথি ছিলেন ফ্রান্সস্থ কম্বোডিয়ান বুড্ডিস্ট বিহারের অধ্যক্ষ ভদন্ত চিত্তাকারো মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন ফ্রান্সস্থ বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনাকেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের। আলোচক ছিলেন ভারত জ্ঞানালকার বুড্ডিস্ট সংঘের প্রতিষ্ঠাতা ভদন্ত জ্ঞানালঙ্কার মহাথের, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভদন্ত ভিক্ষু সুনন্দপ্রিয়।

নিপুন বড়ুয়া ও শিবু বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ভদন্ত প্রিয়রক্ষিত থের, মংগলাচারণ করেন ভদন্ত চন্দ্রজ্যোতি ভিক্ষু,স্বাগত বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের মহাসচিব বিধান বড়ুয়া। বক্তব্য দেন সোহেল বড়ুয়া মানিক।

সবশেষে রনজিত বড়ুয়ার সংগীত পরিচালনায় শিশুকিশোর ও উদীয়মান শিল্পীদের পরিবেশনায় সুহাস বড়ুয়া ও শ্রাবন্তী বড়ুয়ার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিশ্বশান্তি কামনা করে বক্তারা বলেন, ইউরোপের মাটিতে বাঙালি বড়ুয়া বৌদ্ধ সংস্কৃতি রক্ষায়, প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও আদর্শবান করে গড়ে তোলার কথাও আলোচনা করা হয়।