বিয়ের আগে যৌনসম্পর্ক আবশ্যক: শারলিন
ঢাকা জার্নাল: বলিউডের সবচেয়ে আবেদনময়ী এবং সমালোচিত নাম শারলিন চোপড়া। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ‘জীবন এবং সম্পর্ক’ নিয়ে তার মনোভাব তুলে ধরেন। তিনি মনে করেন বিয়ের আগে যৌনসম্পর্ক আবশ্যক।
বিয়ের আগে একসাথে থাকা সম্পর্কে শারলিন বলেন, এই বিষয়টা ধর্ম অনুসারে বিয়ের মতই পবিত্র।
তিনি আরও বলেন, বিয়ের আগে যৌনসম্পর্ক সবার জন্যই আবশ্যক।
সারলিন মনে করেন ভালোবাসা শুধুমাত্র সততার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা হল সত্যিকারের বন্ধুত্ব এবং কামুক সাহচর্য্যের বিষয়।
সঙ্গীর কাছ থেকে তিনি আশা করেন, তার সঙ্গী তাকে এবং তার কাজকে সত্যিকারের শ্রদ্ধা করবে।
কেউ যদি প্রতারণা করে তবে তাকে ক্ষমা করবেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই! জীবনে সবাই দ্বিতীয়বার সুযোগ পাওয়ার অধিকার রাখে।
জীবনে যৌন সম্পর্ক এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে শারলিন বলেন, শারীরিক মিলনে সত্যিকারের কামুক ভালবাসা সম্পর্ককে দৃঢ় করে।
ইতোমধ্যেই কামসুত্র দিয়ে মানুষের মন জয় করতে পাড়া শারলিন চোপড়া তার ভক্তকুলের উদ্দেশ্যে বলেন, সত্যিকারের সহবাস কোন রকেট সাইন্স নয়। এতে মহৎ প্রেমিকের প্রয়োজন, যাকে হতে হবে আবেগী এবং একই সাথে ভাবুক।
ঢাকা জার্নাল, ডিসেম্বর ৫, ২০১৩।