বিশ্ব গ্লুকোমা সপ্তাহ শুরু হচ্ছে শনিবার
ঢাকা জার্নাল: ঢাকা: শনিবার বিশ্ব গ্লুকোমা সপ্তাহ শুরু হচ্ছে। সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সকাল ৯টায় র্যালি ও স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে গ্লুকোমা স্ক্রিনিং অনুষ্ঠান, গ্লুকোমা সচেতনতা বিষয়ক সিম্পোজিয়াম।
উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক একাডেমী অফ অফথালমোলজির প্রেসিডেন্ট প্রফেসর আভা হোসেন, বাংলাদেশ চক্ষু বিজ্ঞান সমিতির সাবেক সভাপতি অধ্যাপক দ্বীন মোহাম¥দ নুরুল হক এবং ওএসবির সভাপতি অধ্যাপক মো. শাহাবউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ঢাকা জার্নাল, মার্চ ১৫, ২০১৩