খেলা

বিশ্বকাপে থাকছেন না কোনো বাংলাদেশী আম্পায়ার

ঢাকা জার্নাল ডেস্ক

৩ অক্টোবর থেকে পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের আসরে স্বাগতিক দেশ হিসেবে থাকার কথা ছিল বাংলাদেশের। তবে দেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক ঘটনাবলীর কারণে এখানে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন করতে নিরাপদ বোধ করেনি আইসিসি। তাই বিশ্বকাপের ২০২৪ সালের আসরটি আয়োজক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।

তবে এদেশের সমর্থকদের এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্য হতাশার খবর হচ্ছে, আসন্ন বিশ্বকাপ আসরে বাংলাদেশের কোনো আম্পায়ারকে রাখা হয়নি। গতকাল (মঙ্গলবার) এবারের বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু এই তালিকায় নেই বাংলাদেশী কোনো আম্পায়ার।

২০২৩ বিশ্বকাপের পর এবার দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে সব নারী আম্পায়ার রাখা হয়েছে। ১৩ জনের মধ্যে ১০ জন আম্পায়ার ও ৩ জন আছেন ম্যাচ রেফারি।

আম্পায়ারদের এই তালিকায় সবচেয়ে অভিজ্ঞ হলেন ক্লেয়ার পোলোসাক। চারটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ৩-২০ অক্টোবর পর্যন্ত চলবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ টুর্নামেন্ট।

২০২৪ বিশ্বকাপের আম্পায়ারঃ
লরেন এজেনব্যাগ, কিম কটন, সারাহ ডাম্বানেভানা, আনা হ্যারিস, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান ও জ্যাকুইলিন উইলিয়ামস।

ম্যাচ রেফারিঃ
শানড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেইরা।