বিয়ের পিড়িতে বসছেন সোহা !
ঢাকা জার্নাল: অনেকদিন ধরেই বসি বসি করেও বিয়ের পিঁড়িতে কেন যেন বসা হচ্ছিল না বলিউডের শান্ত মেয়ে বলেই পরিচিত সোহা আলী খানের। যখনই এ ব্যাপারে তিনি উদ্যোগ নিতে গেছেন তখনই দেখা দিয়েছে কোন না কোন ঝামেলা।
তবে এবার সব ঝামেলাকে ডিঙ্গিয়ে শেষ পর্যন্ত বিয়ে করতে যাচ্ছেন সোহা।
পাত্র অপরিচিত কেউ নন, বলিউড অভিনেতা কুনাল খেমু। গত বছরের শেষ দিকে সোহার ভাই সাইফ আলী খানের বিয়ে হয়।
বলউড পাড়ায় ভেসে বেড়াচ্ছে, সাইফের বিয়ের জন্যই সোহার বিয়ে পিছিয়ে যায় এক দফা। এবার সোহার বিয়ের বাদ্য বাজতে আর বাধা নেই।
সোহার হবু বর কুনাল বলেন, আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক। খুব শিগগিরই বিয়ে করবো। তবে ক্যারিয়ারের দিকেও আমরা সচেতন।
এক সাক্ষাৎকারে সোহা নিজেও বিয়ের বিষয়টি স্বীকার করেন। এদিকে জানা গেছে, মুম্বইর খারেতে দু’জনে একটি বাড়িও কিনেছেন। কুনাল ও সোহা দুজনেই আশা করছেন, বিয়ের পর সেখানেই থাকবেন তারা।