বিমান নিখোঁজ : এবার থাই স্যাটেলাইটের ৩০০ ছবি প্রকাশ
ফ্রান্সের স্যাটেলাইট নিখোঁজ মালয়েশিয়ার বিমানের দক্ষিণ ভারত মহাসাগরে ভাসমান বস্তুর ১২২টি ছবি প্রকাশ করার পর একটি থাই স্যাটেলাইট একই জায়গার ভাসমান বস্তুর আরো ৩০০টি ছবি প্রকাশ করেছে।
গত ২৩ মার্চ ফ্রান্সের স্যাটেলাইট দক্ষিণ ভারত মহাসাগরে ১২২টি ভাসমান বস্তুর ছবি তোলার পরদিন ২৪ মার্চ থাইকোট স্যাটেলাইট নতুন এই ৩০০ ছবি তুলে।
মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ বিমানটি গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। বিভিন্ন দেশের স্যাটেলাইট দক্ষিণ ভারত মহাসাগরের পার্থের পশ্চিম উপকূলে ভাসমান বস্তুর অনেকগুলো ছবি প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো ভাসমান বস্তু উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। খারাপ আবহাওয়া সত্ত্বেও তারা উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
থাই স্যাটেলাইটের নতুন ছবিগুলো পার্থ থেকে ২ হাজার ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এলাকা থেকে তোলা হয়েছে।
এই ভাসমান বস্তুগুলো ফ্রান্স স্যাটেলাইটের প্রকাশিত ছবির স্থান থেকে ২০০ কিলোমিটার দূরে থেকে তোলা।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিশ্চিত নয় যে, প্রাপ্ত ছবিগুলো নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ কীনা!
ঢাকা জার্নাল, মার্চ ২৭, ২০১৪।