চীন-বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব: প্রধানমন্ত্রী
ঢাকা জার্নাল ডেস্ক:
বিনিয়োগ ও ব্যবসার সুযোগ অনুসন্ধানের জন্য চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘বাংলাদেশে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। বাংলাদেশ আপনার লাভজনক ব্যবসা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
মঙ্গলবার (৯ জুলাই) বেইজিংয়ের একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুবিধা শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ চীনের বিনিয়োগকারীসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে।’
প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে স্বাগত জানান।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা এমন অবস্থায় চায়না বিনিয়োগকারীদের জন্য বেশি বেশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়৷ চীন-বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে।
সম্মেলনে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানির মধ্যে ১৬টি সমঝোতা স্মারক সই হয়। যেখানে চারটি সমঝোতা স্মারকের অধীনে বাংলাদেশে ৪৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সম্মেলনে বেশ কয়েকজন মন্ত্রী ও বেসরকারি খাতের নেতারা উপস্থিত ছিলেন।
চীনা কোম্পানিগুলো বাংলাদেশের টেক্সটাইল, ইলেকট্রিক যানবাহন, সৌরবিদ্যুৎ, ফিনটেক ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে।