বিদেশী বকেয়া ঋণের পরিমাণ ১লাখ ৭৭ হাজার ৮৭০ কোটি টাকা
ঢাকা জার্নাল: বাংলাদেশের কাছে বিভিন্ন দাতাদেশ ও বৈদেশিক সংস্থার মোট বকেয়া ঋণের পরিমাণ এক লাখ ৭৭ হাজার ৮৭০ কোটি ২৬ লাখ টাকা।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, পাওনাদার দাতা সংস্থাগুলোর মধ্যে বিশ্বব্যাংকের আইডিএ পাবে ৮৫ হাজার ৩০৩ কোটি ৫৩ লাখ টাকা, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাবে ৫৬ হাজার ৪৮১ কোটি ২০ লাখ টাকা, জাপান ১৮ হাজার ৭৫৫ কোটি ১০ লাখ টাকা এবং চীন পাবে ৫ হাজার ৪৫৯ কোটি ৪৫ লাখ টাকা।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ২০১১ সালের ২৪ আগস্ট চীন ৯৯ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার সুদমুক্ত ঋণ মওকুফ করেছে।
নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের চার বছরে বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈদেশিক সাহায্যের অঙ্গীকার হয়েছে ১৬ হাজার ৬৮৫ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে ১৫ হাজার ৭৯ দশমিক ৭৩ মিলিয়ন ডলার ঋণ এবং এক হাজার ৬০৫ দশমিক ৩৪ ডলার অনুদান।
তিনি বলেন, এসব প্রতিশ্রুতির মধ্যে ৬ হাজার ৯৪১ দশমিক ৫১ মিলিয়ন ডলার অর্থ ছাড় করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ১৩১ দশমিক ৮ মিলিয়ন ডলার ঋণ ও এক হাজার ৮১০ দশমিক ৪৩ মার্কিন ডলার অনুদান হিসেবে ছাড় করা হয়েছে।
জার্নাল, জুলাই ২, ২০১৩।