বিএনপির হরতাল: মঙ্গলবার ৯ ও বুধবারে ৪ জেলায়
ঢাকা জার্নাল: দেশের নয় জেলায় মঙ্গল হরতাল আহবান করেছে বিএনপি। এছাড়া বুধবার আরো চার জেলায় হরতাল আহবান করে তারা। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার দেশের ৯ জেলায় হরতাল ডাকা হয়েছে।
হরতাল আহ্বান করা জেলাগুলো হল- ফরিদপুর, ফেনী, কুমিল্লা, মাদারীপুর, কিশোরগঞ্জ, জয়পুরহাট, টাঙ্গাইল, নরসিংদী ও লক্ষ্মীপুর।
এছাড়া একই কারণে বুধবার চট্টগ্রাম, চাঁদপুর, ফরিদপুর ও গাইবান্ধায় হরতাল ডেকেছে বিএনপি।
মুদ্রা পাচারের মামলায় রোববার ঢাকার একটি আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
নিয়মমাফিক বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আদালতে হাজির না হওয়ায় তারেককে পলাতক দেখিয়েই ২০১১ সালের ৮ অগাস্ট এ মামলায় অভিযোগ গঠন হয়।
২০০৯ সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় তারেক ও তার বন্ধু গিয়াস উদ্দিন মামুনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। পরের বছর ৬ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
এক ডজনেরও বেশি মামলা মাথায় নিয়ে তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
ঢাকা জার্নাল, মে ২৭, ২০১৩।