বিএনপির হরতালে কোন অর্জন নেই
ঢাকা জার্নাল: পৌনে পাঁচ বছরে বিএনপির হরতালে কোন অর্জনই নেই। অর্জনের খাতায় কিছুই যোগ হয়নি।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক বিভাগের উন্নয়ন কর্মকা- নিয়ে আয়োজিত সভার আগে আঠারো দলের ডাকা হরতাল প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
যোগাযোগ মন্ত্রী বলেন, তিনদিনের হরতালে জনদুর্ভোগ আর ভোগান্তি ছাড়া কিছুই দিতে পারেনি বিরোধী দল। হরতালে তাদের কোন দাবি আদায় হয়নি। শুধু ক্ষতি হয়েছে।
হরতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত হরতালে বাস ড্রাইভার মরেছে। মুনুষের মুত্যু আর জনদুর্ভোড় ছাড়া কিছু হয়নি।
বিরোধী দলের উদ্যেশে ওবায়দুল কাদের বলেন, দেশের ১৬ কোটি মানুষকে কষ্ট আর শাস্তি দিচ্ছেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত করছেন, কোটি কোটি মানুষকে ভীতির মধ্যে রাখছেন। এ ধরনের আন্দোলন করে তারা (বিএনপি) জন বিচ্ছিন্ন হবে।
ঢাকা জার্নাল, অক্টোবর ২৭, ২০১৩।