‘বাধ্য হয়েই মাহমুদুর রহমানকে গ্রেফতার’
ঢাকা জার্নাল: দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, “ মাহমুদুর রহমানকে আগের মামলায় গ্রেফতার করা হয়েছে। আমরা বাধ্য না হলে কাউকে গ্রেফতার করি না।”
সকাল ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারকের কথিত স্কাইপি সংলাপ প্রকাশের অভিযোগে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
মহীউদ্দীন খান আলমগীর বলেন, “দৈনিক আমার দেশে কাবা শরীফ নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে, সেই অভিযোগেও পরে তাকে গ্রেফতার দেখানো হবে।”
সম্প্রতি দৈনিকটিতে ‘আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যাচারের ওপর রচিত ও রাজনৈতিক উদ্দেশেপ্রণোদিত বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।
সম্প্রতি সারা দেশে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়েছে তার জন্য আমার দেশ ও মাহমুদুর রহমান দায়ী, তাকে কেন আগে গ্রেফতার করা হলো না—এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা তাকে গ্রেফতার করতে চাইনি, কিন্তু তিনি আমাদের বাধ্য করেছেন।”