বাড্ডায় বাসচালক গুলিবিদ্ধ
ঢাকা: বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট এলাকায় মো: শাহজাহান (৩০) নামে একজন বাসচালক গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
শাহজাহান টঙ্গী-রামপুরা-সদরঘাট রুটে সুপ্রভাত পরিবহনের বাসচালক। মধ্যবাড্ডা পাঁচ তলা নামক স্থানে ইউনূস মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তিনি।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শাহজাহান নিজেই বাংলানিউজকে জানান, বেলা ১টার দিকে গাড়ি অন্য একজন বাসচালকের কাছে দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। ডিআইটি প্রজেক্টের চার নম্বর সড়কে পৌঁছলে দুই পক্ষের মারামারি মধ্যে পড়ি। এ সময় একটি গুলি আমার পেটের ডানদিকে বিদ্ধ হয়। শাহজাহানের সহকর্মী রাজ আহমেদ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।”
ঢাকা জার্মনাল, মার্চ ৩০, ২০১৩em>