বন দিবসের র্যালী শোক র্যলীতে পরিণত
ঢাকা জার্নাল: ঢাকা: ‘জীবন ও জীবিকার জন্য বন’। সেই বন সংরক্ষণের জন্যই দুনিয়া জুড়ে এতো আয়োজন। তবে এবার বাংলাদেশে বন দিবসের র্যালী ভিন্ন রকম।
বৃহস্পতিবার সকালের আন্তর্জাতিক বন দিবস ২০১৩ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে র্যলী শুরু করা হয়। শেষ হয় জাতীয় প্রেসক্লাবের সামনে।
প্রতিবছরের মত বন দিবসে আলোচনাসহ অন্যান্য কর্মসূচি থাকলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে অনুষ্ঠানে ভিন্নতা অনা হয়।
প্রতি বছর আন্তর্জাতিক বন দিবসে র্যলীটি যেমন বর্ণাঢ্য আয়োজনে হয়, এবার তেমনিটি হয়নি। বন দিবসে সরবরাহ করা সাদা গেঞ্জিতে বুকে শোকের চিহ্ন (কাল ব্যাচ) লাগিয়েই সবাই নিরবে অংশ নেন র্যালীতে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোকের আজ প্রথম দিন। বিদসটি মাথায় রেখে র্যালীতে এই ভিন্নতা আনা হয়েছে।
র্যালীর শুরুতে জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। জানানো হয় শ্রদ্ধা।
বন সচিব শফিকুর রহমান পাটোয়ারী মরহুম রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানিয়ে সকাল পৌনে ৯টায় র্যলীর উদ্বোধন করেন।
র্যারী শেষে সিরডাপ মিলনায়তনে পৌনে ১০টায় বন বিদসের আলোচনা সভা শুরু করা হয়।
ঢাকা জার্নাল, মার্চ ২১, ২০১৩