বন্ধ হলো দিগন্ত, ইসলামী টেলিভিশনের সম্প্রচার
ঢাকা জার্নাল: ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেয়া হয়েছে দিগন্ত এবং ইসলামী টেলিভিশনের সম্প্রচার। সোমবার সকালে দিগন্ত এবং ইসলামী টেভির কার্যালয়ে পুলিশ গিয়ে সম্প্রচার বন্ধ করে দেয়।
দিগন্ত টেলিভিশনের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, ভোরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা এসে সম্প্রচার সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন এবং কিছু যন্ত্রপাতি জব্দ করে নিয়ে যান।”
সোমবার ভোর ৪টা ২৪ মিনিট থেকে সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানান তিনি। সম্প্রচার কেন বন্ধ করা হবে এমন কোন আইনি নির্দেশ বিটিআরসি দেখাতে পারেনি।
আর আগে রাত ২টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইসলামিক টিভির কাযালয়ে গিয়ে সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়ে সম্প্রচার কক্ষে তালা লাগিয়ে দেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক শামস এস্কেন্দার।
দিগন্ত টেলিভিশন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা মীর কাসেম আলী।
দৈনিক নয়া দিগন্তও এ প্রতিষ্ঠানেরই একটি প্রকাশনা।
আর ইসলামিক টেলিভিশন চালু করেন বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দার। তার ছেলে শামস এখন প্রতিষ্ঠানটির দেখভাল করছেন।