বড় রকমের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে!
ঢাকা জার্নাল: আতঙ্কিত হবার মতোই কথা৷ বিশ্বে নাকি বড় রকমের প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে৷ সে আশঙ্কা দূরে রাখা সম্ভব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করা গেলে৷ মুশকিল হলো, বিশ্ব উত্তপ্ত হয়ে উঠছে আগের চেয়ে অনেক বেশি দ্রুত৷
নিকোলাস স্টার্ন৷ পরিবেশ নিয়ে কাজ করেন আর তাঁকে চেনেন না এমন মানুষ বোধহয় কমই আছে৷ একসময় বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন স্টার্ন৷ সুতরাং তিনি যে অর্থনীতিবিদ তা তো বোঝাই যায়৷ তবে ব্রিটেনের এই অর্থনীতিবিদের আরেকটা পরিচয় হলো তিনি খুব ভালো পরিবেশবিদ৷ ২০০৬ সালে পরিবেশ নিয়ে তাঁর একটা নিবন্ধ খুব সাড়া জাগিয়েছিল৷ সেই নিবন্ধ বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা বাড়াতে ব্যাপক ভূমিকা রেখেছিল বলে ধারনা করা হয়৷
মঙ্গলবার তিনিই বলেছেন আতঙ্কিত হবার মতো কিছু কথা৷ তাঁর মতে, সাত বছর আগে সেই নিবন্ধ প্রকাশের সময়ের চেয়ে এখন আরো অনেক দ্রুত ঘটছে জলবায়ু পরিবর্তন৷ এমন পরিবর্তন দ্রুত হলে প্রাকৃতিক বিপর্য ত্বরান্বিত হবেই৷ নিকোলাস স্টার্নের আশঙ্কা তা-ই হয়ত হতে চলেছে৷
জলবায়ু পরিবর্তনের মাত্রা কমাতে না পারলে এ গ্রহের তাপমাত্রা একটা সময় ৫ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যেতে পারে বলেও জানিয়েছেন নিকোলাস স্টার্ন৷ সেরকম হলে পরিণতি কী হতে পারে? পৃথিবীতে মরু অঞ্চল অনেক বেড়ে যাবে, হিমালয়ে কল্পনার চেয়েও অনেক দ্রুতহারে বরফ গলতে শুরু করার ফলে বন্যা হবে, ঘরছাড়া হবে অনেক মানুষ!
এসব বিপদ এড়ানোর একটা উপায়ই দেখতে পাচ্ছেন নিকোলাস স্টার্ন৷ বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা বাড়ানো৷ সুতরাং পরিবেশ সচেতন হন আরো, প্রকৃতিকে বন্ধুর মতো রক্ষা করুন৷
এসিবি/ডিজি (এএফপি)