খেলা

বড় জয়ের পর যা বললেন ভারতের অধিনায়ক

ঢাকা জার্নাল ডেস্ক

দীর্ঘ প্রায় ছয় মাস পর লাল বলের ক্রিকেটে খেলতে নেমেই ঘরের মাঠে দারুণ পারফর্ম করে দেখাল ভারত। বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ৫১৫ রানের লক্ষ্য টপকানোটা টাইগারদের জন্য প্রায় অসম্ভব তা অনুমেয়ই ছিল। শঙ্কা সত্যি হলো আজ (রবিবার) চেন্নাই টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই, সবকটি উইকেট হারিয়ে হারের স্বাদ হজম করলেন নাজমুল হোসেন শান্তরা।

সিরিজের প্রথম টেস্টে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাট হাসেনি। দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৬ ও ৫ রান। যদিও দলের বাকি ব্যাটারদের কেউ না কেউ দলের হাল ধরাতে দারুণ জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত।

ম্যাচ জয়ের পর ভারতীয় কাপ্তান বলেছেন, ‘আমাদের আসন্ন সূচির আগে বড় এই জয় দারুণ কিছু। দীর্ঘ সময় পর আমরা টেস্ট খেলতে নেমেছিলাম, তবে কখনোই ক্রিকেট থেকে দূরে ছিলাম না। এক সপ্তাহ আগে এখানে (চেন্নাই ক্যাম্প) এসেছি এবং এমন ফলই আমরা চেয়েছিলাম।’

ভারতের এই জয়ের ম্যাচে দুই ইনিংসেই ব্যাট ও বল হাতে অবদান রেখেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আলাদা করে তার প্রশংসা করতে ভুলেননি রোহিত, ‘বল-ব্যাট হাতে সবসময়ই সে আমাদের জন্য অবদান রেখেছে। তাকে সবসময় এমন ফর্মে দেখা সত্যিই আনন্দের। কখনোই নিজের ছন্দের বাইরে ছিল না সে।’

চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক হলেও দুই দলের প্রথম ইনিংসেই পেসাররা বেশি কার্যকরী ছিলেন। দ্বিতীয় ইনিংসে ভারতের দুই বিভাগের বোলাররাই দাপট দেখালেও টাইগার বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। নিজেদের সফলতার এই রহস্য জানালেন রোহিত।

‘কন্ডিশন কেমন সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা এরই মাঝে দলীয়ভাবে পারফর্ম করতে চেয়েছি। এজন্য কিছুটা ধৈর্য্যের প্রয়োজন ছিল। এমন পিচে আমাদের খেলোয়াড়রাও যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। ব্যাট-বল উভয় দিক থেকেই ধৈর্য্য ধরে চাপ প্রয়োগ করে গেছে প্রতিপক্ষের ওপর।’