সারাদেশ

বড়াইগ্রামে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাসগ্রাম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হযরত আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে জোনাইল-রাজাপুর সড়কের পাশে এ মানববন্ধন হয়। মানববন্ধনকালে শিক্ষার্থীরা ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত অধ্যক্ষকে দুর্নীতিবাজ ও অর্থ আত্মসাৎকারী দাবি করে  অবিলম্বে তার পদত্যাগ  দাবি করা হয়।  এ সময় মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আলী,জাহিদুল ইসলাম,তাহমিনা খাতুন,নুসরাত খাতুন ও রাব্বী বক্তব্য দেন।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন,মাদ্রাসায় চাষাবাদযোগ্য ৭৫ বিঘা জমি প্রতিবছর লিজ দেয়া হয়। অথচ এ লিজের টাকার কোন হিসেব নেই। একজন ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় র‍্যাবের হাতে আটক হয়ে অধ্যক্ষ  জেল খেটেছেন, এখনো মামলা চলছে। গত দশ বছরে মাদ্রাসায় ছয় জন শিক্ষক ও তিনজন কর্মচারি নিয়োগ দিয়ে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সভাপতির যোগসাজশে তিনি এসব টাকা আত্মসাৎ করেছেন। এখন এসব টাকার হিসাব দেয়ার ভয়ে পাঁচ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষ হযরত আলীর ব্যাপারে তদন্ত করে দায়িত্ব থেকে অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে দেওয়ার ঘোষণা দেন।