বড়দিনে বড় পর্দায় দেখা যাবে অপূর্বকে
ঢাকা জার্নাল ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ২০০৬ সালে নাটকে অভিনয়ের যাত্রা শুরু তার। এর আগে একাধিক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই ছোটপর্দায় অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে এসেছেন অপূর্ব। এবার প্রথমবারের মতো টালিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এই থ্রিলারধর্মী সিনেমা ‘চালচিত্র’ মুক্তি পাচ্ছে চলতি বছরের বড়দিনে। বিশেষ দিনেই ক্যারিয়ারে নতুন যাত্রা শুরু হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় এই অভিনেতার। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘চালচিত্র’। এ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অপূর্বকে।
সিনেমাটি প্রসঙ্গে সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’
অপূর্বর পাশাপাশি এ সিনেমায় দেখা যাবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনকে। সঙ্গে আরও আছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা।