ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা
মস্কোতে বন্দুক হামলার পর এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি করছে ফরাসি সরকার। রবিবার (২৪ মার্চ) এই তথ্য জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর এই এই তথ্য জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
এবারের অলিম্পিক গেমসের আয়োজন করতে যাচ্ছে প্যারিস। অলিম্পিক শুরু হওয়ার কয়েক মাসে আগে দেশটিতে সর্বোচ্চ স্তরে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করা হলো। এর কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা একটি পোস্টে অ্যাটাল বলেছেন, ‘ইসলামিক স্টেট (আইএস) এর মস্কোতে হামলার দায় স্বীকার করা এবং আমাদের দেশের ওপর হামলার হুমকির আলোকে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্স বলেছে, ফ্রান্সের সন্ত্রাস সতর্কতা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে। আর এর সর্বোচ্চ স্তরটি তখনই সক্রিয় করা হয় যখন ফ্রান্সে বা বিদেশে হামলা হয় অথবা যখন কোনও হামলার হুমকি আসন্ন বলে মনে করা হয়।
এই সতর্কতার অধীনে দেশটির ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং ধর্মীয় স্থানের মতো জনসমাগম স্থানে সশস্ত্র বাহিনী ধাপে ধাপে টহল দেয়। এসময় আরও একাধিক ব্যতিক্রমী নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়ে থাকে।