ফারুকের পরকিয়া নিয়ে গুজব!
ঢাকা জার্নাল: পরকীয়ার অভিযোগে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুককে পদ থেকে সরিয়ে দেওয়ার হচ্ছে বলে যে গুঞ্জন চলছে তা আদৌ সত্য নয় বলে জানিয়েছেন ফারুকের ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম।
শনিবার দুপুরে তিনি বলেন, “চিফ হুইপকে পদ থেকে সরিয়ে দেওয়ার সংবাদটি আসলে গুজব। অনেক জাতীয় দৈনিকেও এই ভুল সংবাদ প্রকাশ হয়েছে।”
তাজুল ইসলাম বলেন, “সংসদ অধিবেশনে চিফ হুইপকে কথা বলতে হয়। কিন্তু তিনি কিডনির সমস্যা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। তার পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।”
পদ হারানোর সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “জয়নুল আবদীন ফারুক দেশে এলে আবারো চিফ হুইপের দায়িত্ব পালন করবেন।”
যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বিষয়টি খোলাসা করা হয়নি।
তবে গত সোমবার মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশন শুরুর দিন বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবেই সংসদ অধিবেশনে যোগ দেন ফারুক।
কিন্তু ওই দিন ওয়াকআউট করে পরদিন মঙ্গলবার বিরোধী দল ফের সংসদে ফিরলেও আর আসেন নি ফারুক।
তার না আসার বিষয়ে বিএনপির সংসদীয় দলের পক্ষে বলা হয়, ফারুক অসুস্থ। তার পরিবর্তে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ভারপ্রাপ্ত চিফ হুইপের দায়িত্ব পালন করবেন।
এর পর থেকেই পরকীয়ার কারণে ফারুককে বিরোধী দলের চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। শনিবার ওই গুজবকে একেবারেই উড়িয়ে দেন ফারুকের সহকারী।
ঢাকা জার্নাল, জুন ০৮, ২০১৩