Lead

ফল ঘোষণা করছে ইসি

সারা দেশের বিভিন্ন স্থানের প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া বেসরকারি ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব জাহাংগীর আলম ফল জানাচ্ছেন সাংবাদিকদের।

রবিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ইসি সচিব জানান, রাজবাড়ী-১ (সংসদীয় আসন ২০৯) আসনে এগিয়ে আছেন নৌকার প্রার্থী কাজী কেরামত আলী। তিনি পেয়েছেন ২২ হাজার ৯১৭ ভোট। নিকটতম প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস ট্রাক প্রতীকে পেয়ে ১২ হাজার ২৭৪ ভোট।

রাজবাড়ী-২ আসনে (সংসদীয় আসন ২১০) ভোটের ১৯৪ কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। সেখানে নৌকার প্রার্থী জিল্লুল হাকিম পেয়েছেন ৩ হাজার ১৩৬ ভোট। আর নিকটতম প্রার্থী লাঙ্গলের শফিউল আযম খান পেয়েছেন ৪০০ ভোট।