ফর্সা করতে না পারায় ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামকে ১৫ লাখ রুপি জরিমানা
ঢাকা : কথা ছিল ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম তিন সপ্তাহ মাখলেই ফর্সা হয়ে যাবেন। সেভাবেই বিজ্ঞাপন দেয়া হয়। কিন্তু ফর্সা করতে পারেনি সেই ক্রিম। আর সে কারণেই ক্ষিপ্ত হয়ে আদালতের স্মরণাপন্ন হন ভারতের নিখিল জৈন। তার হয়ে মামলা করেন তারই ভাই আইনের ছাত্র পরশ জৈন
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৮ অক্টোবর রঙ ফর্সাকারী ক্রিম ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ কিনেছিলেন নিখিল। কিন্তু তিন সপ্তাহ পরও কোনো পরিবর্তন আসেনি তার মুখে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সে কারণেই ওই সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার শুনানি শেষে আদালত ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’র প্রস্তুতকারক সংস্থা ইমামিকে ১৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন। অসাধু ব্যবসা করার অভিযোগেই ওই সংস্থাকে এ টাকা দিতে বলা হয়। তার থেকে আবেদনকারীকে ১০ হাজার রুপি দেয়ার নির্দেশ দেয়া হয়।