uncategory

প্রেসিডেন্ট কে হবেন?

640294849_aff592855c_zগুজব প্রতিবেদক, ঢাকা জার্নাল: রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে দেশের গণমানুষের মনে এখন একটাই প্রশ্ন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন। এ নিয়ে ব্লগগুলোতে চলছে তর্ক-বিতর্ক, হাজারো মতামত। তবে কে প্রেসিডেন্ট হতে পারেন এমন কয়েকজনের নাম সংগ্রহ করেছে ঢাকা জার্নাল ডটকম।  গুজবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন-

 

 

১. অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

২. সাজেদা চৌধুরী।

৩. তোফায়েল আহমেদ।

৪. ব্যারিষ্টার ড. কামাল হোসেন।

৫. হুসেইন মো. এরশাদ।

৬. আ আ ম স আরেফিন সিদ্দিক।

৭. ব্যারিষ্টার রফিকুল হক।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.