প্রাথমিকে ৯৯ ভাগ শিশু স্কুলে ভর্তি হচ্ছে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমানে প্রাথমিক স্তরে ৯৯ ভাগ শিশু স্কুলে ভর্তি হচ্ছে, সেইসঙ্গে ঝরে পড়া হ্রাস পেয়েছে। তিনি বলেন, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেই এখন ছাত্রীসংখ্যা ছাত্রসংখ্যাকে অতিক্রম করেছে। আজ বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে প্রকাশিত ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রকাশনা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় আরো বক্তৃতা করেন পরিকল্পনা কমিশনের সদস্য (শিক্ষা) ও সচিব হুমায়ুন খালিদ এবং ভারপ্রাপ্ত শিক্ষা সচিব এএস মাহমুদ। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো: নূরুল আমিন। ২০১০ সালের তুলনায় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তরে শিশুর সংখ্যা এখন এতো বেশি যে, তারা সব শিক্ষার্থীকে ক্লাসরুমে জায়গা দিতে পারছে না। অনেক স্থানেই ক্লাসের বাইরে উন্মুক্ত স্থানে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন ও ক্লাসরুম বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। নাহিদ বলেন, শেখ হাসিনার সরকার শতভাগ শিশুকে স্কুলে নিয়ে আসা ও তাদের ধরে রাখার জন্য বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি প্রদান করে চলেছে। তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছরে সরকার ১ লাখ ৬৪ হাজার ৭৯ জন ছাত্রছাত্রীর মাঝে ৯১ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৯৮০ টাকা উপবৃত্তি প্রদান করেছে। এর মধ্যে ছাত্রী ছিল ১ লাখ ৪৮ হাজার ৪০২ জন। ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ গ্রন্থে দেশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষা বাজেট বৃদ্ধি, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, প্রাথমিক ও গণশিক্ষার অগ্রগতি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের সংখ্যা বৃদ্ধি, কলেজ ও মাদরাসার এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষক সংখ্যা বৃদ্ধি, শিশু ও মাতৃ মৃত্যু হার হ্রাস, অতি দারিদ্রের হার হ্রাস, রেমিটেন্স, রপ্তানী আয় ও বৈদেশিক মূদ্রার রিজার্ভ বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শ্রম বাজারে নারীর অংশগ্রহণ হার বৃদ্ধি, স্যানিটেশন ব্যবস্থার উন্নতি, ইন্টানেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ইত্যাদি নানা বিষয়ের তথ্যবহুল ডাটা এ গ্রন্থে তুলে ধরা হয়েছে।