আবারও বেসামাল প্রভা !
ঢাকা জার্নাল: অন্ধকার জীবনের ভুলে আলোতে ফিরেছিলেন প্রভা। বাজারে পর্ণ ভিডিও প্রকাশের পরেও প্রতিভাবান এ অভিনেত্রী বিয়ে করে সুখের সংসারও পেতেছেন। মিডিয়া এবং ভক্তকুলের সবাই তাকে গ্রহণও করেছিল। কিন্তু সুখ যেন তার কপালে সইছেই না!
বিয়ের পর প্রকৌশলী স্বামী শান্তকে নিয়ে প্রভা ঘুরে বেড়িয়েছেন, শ্যুটিং করেছেন।শান্তও স্ত্রীর কথা মতোই উঠেছেন, বসেছেন। তবে আবারও অশান্ত হয়ে উঠেছেন প্রভা, এমনটাই জানা গেছে!
প্রভার শুভাকাঙ্খীদের বরাত দিয়েই জানা গেছে, কারণে বা অকারণে স্বামী শান্তর সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করছেন এই সেলিব্রেটি । শ্যুটিংয়ের কথা বলে বেশিরভাগ সময়ই বাইরে বাইরে থাকছেন। বেড়ে গেছে মোবাইলে কথা বলার পরিমানও। শ্বশুর-শ্বাশুড়িকেও নাকি ইদানিং আর সময় দিচ্ছেন না।
শুভাকাঙ্খীরাই বলছেন, স্বামীর অপার স্বাধীনতার সুযোগ পেয়ে তার অপব্যবহার করছেন প্রভা।
গুজব আছে, সম্প্রতি এক প্রযোজকের সঙ্গেও বিশেষ সম্পর্ক পেতেছেন প্রভা। খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রযোজকের বেশিরভাগ নাটকেই এখন অভিনয় করছেন প্রভা। প্রভাবশালী একাধিক সাংবাদিকের সঙ্গেও প্রভার রয়েছে বিশেষ সম্পর্ক। বিষয়গুলোকে ভালোভাবে মেনে নিতে পারছেন না শান্তও। এ নিয়ে প্রায়ই নাকি সাংসারিক অশান্তি ৈতৈরি হচ্ছে।
প্রভার এ বেসামাল আচরণে শান্তই আর কতদিনই বা শান্ত থাকবেন তাই এখন দেখার বিষয়।
ঢাকা জার্নাল, মে ২৬, ২০১৩।