বিনোদন

প্রথম সন্তানের বাবা হলেন ধ্রুব

ঢাকা জার্নাল ডেস্ক

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি, শুধু ভারতে নয় বরং পুরো বিশ্বজুড়েই তার ভক্ত-সমর্থক রয়েছে। বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষণধর্মী ভিডিও কন্টেন্ট বানানোর জন্য প্রশংসিত তিনি। সাম্প্রতিক সময়ে নিজ দেশ ভারতের নির্বাচনী ইস্যুতে এবং মোদি সরকারকে নিয়ে তীব্র সমালোচনা করায় লাইমলাইটে আসেন ধ্রুব।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, পুত্র সন্তানের বাবা হয়েছেন ধ্রুব রাঠি। এটিই তার প্রথম সন্তান। তাই বর্তমানে পরিবারের সঙ্গে আনন্দের সময় পার করছেন সময়ের অন্যতম জনপ্রিয় এই ইউটিউবার।

নিজের সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে নিজেই সদ্যোজাত সন্তানের ছবি শেয়ার করে ধ্রুব লিখেছেন, এই বিশ্বে আমাদের ছোট্ট শিশু পুত্রকে স্বাগত জানাচ্ছি।

জন্ম ও পারিবারিক সূত্রে ভারতীয় হলেও ধ্রুব বেশ কয়েক বছর ধরেই আছেন জার্মানিতে। সেখানে পড়াশোনা শেষ করে স্থানীয় নারী জুলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। নিজেদের প্রথম সন্তান জন্মের সুখবর বিশ্বজুড়ে নিজের সমর্থকদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এই জুটি।