প্রথম আলোর মিজানুর রহমান খানের ৫ হাজার টাকা জরিমানা
আদালত অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করে হাইকোর্ট।
পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় এ রায় ঘোষণা করা হয়।
আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের ওপর গত মঙ্গলবার শুনানি শেষ হওয়ার পর আদালত রায়ের জন্য দিন ধার্য করেছেন।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহেমেদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার শেষে রায়ের দিন নির্ধারণ করেন।
এরআগে আদালতে দাখিল করা হলফনামা সম্পর্কে ব্যাখ্যা দিতে মঙ্গলবার সকালে হাইকোর্টে হাজির হন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এছাড়া কাঠগড়ায় হাজির হন পত্রিকাটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। প্রথম আলোর পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। রুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আজমালুল হোসেন কিউসীসহ বেশ কয়েকজন আইনজীবী।
গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি জামিন কিভাবে?’ ও ১ মার্চ ‘ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা’ শীর্ষক নিবদ্ধ প্রথম আলোতে প্রকাশিত হয়। পরের দিন ২ মার্চ হাইকোর্টের ওই বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ লেখার জন্য প্রথম আলোর সম্পাদক ও ওই যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার ব্যবস্থা নেয়া হবে না এ বিষয়ে রুল জারি করেন। এ রুলের ওপর ৬ মার্চ থেকে শুনানি শুরু হয়।