সংবাদ শিরোনামসব সংবাদ

প্রত্যাশিত রায়ে মানবতার জয় হয়েছে: প্রফুল্ল চন্দ্র

31মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ পিটিশন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের রাউজানের নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা প্রত্যাশিত রায়। এতে মানবতার জয় হয়েছে। প্রফুল্ল চন্দ্র সিংহ বলেন, একটা প্রাপ্তি প্রত্যাশিত ছিল, সেটাই পাওয়া গেছে। আমরা চেয়েছিলাম মানবতার জয়, সেটাই হয়েছে। এই যে লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জত এবং ৩০ লাখ লোক শহীদ হলেন, কোনোভাবেই এর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কেবল রায় কার্যকর হলেই আমরা সন্তুষ্ট যোগ করেন প্রফুল্ল চন্দ্র সিংহ।

প্রফুল্ল চন্দ্র সিংহের বাবা নূতন চন্দ্র সিংহসহ মুক্তিযুদ্ধর সময় গণহত্যার দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী রিভিউ পিটিশন দাখিল করলে সুপ্রীম কোর্ট আজ বুধবার তা নাকচ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই বেঞ্চে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ পিটিশন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এদিকে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ কয়েকটি উপজেলা সদরে আনন্দ মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.