পৃথিবী থেকে হারিয়ে যাওয়া জনগোষ্ঠীগুলোকে দেখুন ছবিতে
ঢাকা জার্নাল: পৃথিবীর নানা প্রান্তে নানা জাতির মানুষের বসবাস। ধর্ম কিংবা সংস্কৃতিভেদে মানুষের রয়েছে ভিন্নতা। বাংলাদেশ খুব ছোট দেশ হলেও প্রায় ১৪টি আদিবাসী গোষ্ঠীর বসবাস এখানে। তাই স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে হাজারো আদিবাসী জনগোষ্ঠীর পদচারণা রয়েছে।
কিন্তু নানারকম রোগ ও জাতিগত দাঙ্গার কারণে দিনদিন হারিয়ে যাচ্ছে এ সকল জনগোষ্ঠী। অনেকে আবার অস্তিত্বের খাতিরে নিজেদের গোত্র পরিচয় গোপন রাখতে বাধ্য হচ্ছে। ফলাফল হিসেবে কাছাকাছি অন্য কোনো আদিবাসী গোষ্ঠীর সাথে মিশে যাওয়ায় হারিয়ে গেছে তাদের পূর্বজাতিসত্ত্বা।
পৃথিবী থেকে প্রায় হারিয়েই গেছে এমন কিছু জাতিগোষ্ঠীর ছবি তুলেছেন জিমি নেলসন নামে এক ফটোগ্রাফার। তার ক্যামেরায় উঠে এসেছে এমন কিছু আদিবাসী জনগোষ্ঠী একসময় যাদের পদচারণায় মুখর ছিল জনপদ।
আর হারিয়ে যাওয়া এসব গোষ্ঠীর জীবনধারা ক্যামেরায় তুলে আনতে বিশ্বের বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন জিমি। প্রত্যেকটি জনগোষ্ঠীর সঙ্গে কাটিয়েছেন অন্তত দুই সপ্তাহ। এসময়ে তিনি আদিবাসীদের জীবন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। জিমি বলেন তার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব যেন কখনো ভুলে না যায় পূর্বে পৃথিবী কেমন ছিলো।
তার সবগুলো ছবি নিয়ে একটি বই বের হয়েছে। ছবিতে দেখুন প্রায় হারিয়ে যাওয়া এসকল জনগোষ্ঠীর জীবনপদ্ধতি।
কাজাখ, মঙ্গোলিয়া
হিম্বা, নামিবিয়া
হুলি, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি
আসারো, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি
কালাম, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি
গরোকা, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি
চুকশি, রাশিয়া
মাওরি, নিউজিল্যান্ড
গাসো, আর্জেন্টিনা
তাস্তান, মঙ্গোলিয়া
সামবুরু, কেনিয়া
রাবারি, ভারত
মুরসি, ইথিওপিয়া
লাড়াকি, ভারত
ভানুয়াতু, ভানুয়াতু দ্বীপমালা
দ্রপকা, ভারত
দাসান্চ, ইথিওপিয়া
কারো, ইথিওপিয়া
বান্না, ইথিওপিয়া
দানি, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি
মাসাই, তানজানিয়া
নানেতস, রাশিয়া