পূর্ণ মন্ত্রী হচ্ছেন ফরহাদ হোসেন ও নওফেল
বর্তমান মন্ত্রিসভার সদস্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে মপথ নেওয়ার ডাক পেয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) রাতে তারা এ তথ্য নিশ্চিত করেন।
ফরহাদ হোসেন বলেন, হ্যাঁ আমি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছি। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছি।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সততা ও কর্মনিষ্টার পুরস্কার হিসেবে পূর্ণ মন্ত্রী হিসে শপথ দেওয়ার জন্য আমি ডাক পেয়েছি। সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।
নতুন মন্ত্রিসভা বৃহস্পতিবার শপথ নেবে। সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠষ্ঠিত হবে।