পুলিশের ওপর হামলা: রাবি শিক্ষক গ্রেপ্তার
পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমিরুল ইসলাম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আমিরুল বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক। মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র সুশান্ত চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকা থেকে আমিরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, ‘আমিরুল চলতি বছরের জানুয়ারিতে অবরোধের সময় রাজশাহীতে পুলিশের ওপর জামায়াত-শিবিরকর্মীদের হামলার ঘটনায় করা মামলার পরোয়ানাভুক্ত আসামি।’ মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করে পুলিশ। আমিরুলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।