‘পুরুষদের বিশ্বাস করিনা’
ঢাকা জার্নাল: বিয়ে করতে আগ্রহী নন ‘রামলীলা’খ্যাত বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ক্যারিয়ারের কথা চিন্তা করে তিনি সংসারী হওয়ার সিদ্ধান্ত থেকে দূরে সরে এসেছেন। আগামী কয়েক বছরেও তিনি বিয়ের কথা মুখেও তুলবেন না।
হিন্দুস্থান টাইমসের খবরে জানা গেছে, ২৭ বছরে এসেও দীপিকা বিয়ে নিয়ে ভাবছেন না। এখন চলচ্চিত্রকে ঘিরেই তার শতভাগ মনোযোগ বলে জানান। চারদিকে জোর গুঞ্জন ‘ব্যান্ড বাজা বরাত’খ্যাত অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে প্রেম করছেন দীপিকা।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রেমের খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দীপিকা। শুধু তাই নয় ভবিষ্যতে তিনি নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়াবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে দীপিকা পাডুকোন বলেন, ‘আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝেছি, একতরফা প্রেম চিরস্থায়ী নয়। পুরুষদের ওপর আমি বিশ্বাস হারিয়ে ফেলেছি। তাই প্রেম ও বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’
সূত্রটি আরো জানিয়েছে, দীপিকার বিয়ের প্রতি অনীহাকে প্রথম দিকে তার বাবা-মা ভালো চোখে না দেখলেও এখন তারা বিষয়টি মেনে নিয়েছেন।
এতসব দেখে-শুনে সমালোচকরা বলছেন, ‘রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় তিনি পুরুষদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই এবার প্রেম-বিয়ে দুটি বিষয়কেই এড়িয়ে চলছেন।’
বর্তমানে দীপিকার হাতে ৫টি ছবি রয়েছে। এখন তিনি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং করছেন। এ ছবিতে কিং খান শাহরুখের বিপরীতে তাকে দেখা যাবে। এছাড়া সম্প্রতি ‘ফাইন্ডিং ফানি ফার্নান্দেজ’ নামের নতুন আরেকটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন দীপিকা।
ঢাকা জার্নাল, ডিসেম্বর ৩, ২০১৩।