ঢাকা জার্নাল: আর কিছুদিনের মধ্যেই ছায়াছবির পর্দায় হানা দেবে পরিচালক সুব্রত সেনের নতুন ছবি ‘পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ’। যৌনতা, অপরাধ, মনস্তাত্ত্বিক জটিলতা বোনা রয়েছে যে ছবির পরতে পরতে। তা, কেমন হয়েছে পরিচালকের এই নতুন থ্রিলার ছবি? সরাসরি জেনে নিন এই ভিডিও থেকে।
ঢাকা জার্নাল, ডিসেম্বর ১০, ২০১৩।