পুঁজিবাজারে পূর্বাভাসের মডেল দিয়ে নোবেল
ঢাকা জার্নাল: দুদিন বা এক সপ্তাহ পর কোনো কোম্পানির শেয়ারের দাম কতো হবে তা বলা মুশকিল হলেও দীর্দ মেয়াদে পুঁজিবাজার সম্পর্কে ‘নির্ভরযোগ্য’ পূর্বাভাস দেয়া সম্ভব। আর এ বিষয়টি যারা সামনে এনেছিলেন- যুক্তরাষ্ট্রের সেই তিন অধ্যাপকই পাচ্ছেন এবারের অর্থনীতির নোবেল পুরস্কার।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার অর্থনীতির নোবেল বিজয়ী হিসাবে ইগুইন এফ ফামা, লার্স পিটার হ্যানসেন ও রবার্ট জে শিলারের নাম ঘোষণা করে।
পুরস্কার বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) ভাগ করে নেবেন এই তিন অধ্যাপক। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
বরাদ্দ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজের জন্য গত বছর যুক্তরাষ্ট্রের অলভিন ই রোথ ও লয়েড শ্যাপলে এ পুরস্কার পান।