সারাদেশ

পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলক্রসিংয়ে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে ট্রেনটি পুলিশ সদস্যদের বহন করা পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) মো. হাসান চৌধুরী বলেন, ‘সীতাকুণ্ড থানা পুলিশের পিকআপ ভ্যানটি রেলক্রসিং অতিক্রম করে ফকিরপাড়া এলাকায় যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও কয়েকজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানান, এ ঘটনায় নিহত তিন পুলিশ সদস্য হলেন– মিজান (৩৪), হোসেন (২৯) ও ইস্কান্দার (২৮)। তারা সীতাকুণ্ড থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

আহতরা হলেন– পিকআপ ভ্যানটির চালক কনস্টেবল সমর (২৬), এস আই সুমন শর্মা (৩২) এবং স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ শাহাদাত হোসেন।

এস আই আশিক আরও জানান, পুলিশের ভ্যানটি টহল ডিউটিতে ছিল। রেলক্রসিং পার হওয়ার সময় সেখানে কর্তব্যরত গেটম্যান দীপু ছিল না। গেটখোলা পেয়ে পুলিশ ভ্যানটি রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ ঘটে।