পাহাড় ধসে খাগড়াছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ
ঢাকা জার্নাল রিপোর্ট
খাগড়াছড়ির আলুটিলায় সাপমারা এলাকায় পাহাড় ধসে সারাদেশের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ আছে। শনিবার (১৭ আগস্ট) সকালে সাড়ে ৮টায় জেলার মাটিরাঙ্গার আলুটিলায় সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।
এতে করে সড়কের উভয় পাশে বহু বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। সকাল ১০টার পর সড়কের মাটি সরাতে কাজ শুরু করেছে খাগড়াছড়ি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের সঙ্গে সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। ফলে যান চলাচলের উপযোগী করতে আরও সময় লাগতে পারে।