পাকিস্তানে সংঘর্ষে ৯ জঙ্গি কমান্ডার নিহত
ঢাকা জার্নাল: পাকিস্তানে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের সঙ্গে সংঘর্ষে নয় জঙ্গি কমান্ডার নিহত হয়েছে। এদের প্রায় সবাই সম্প্রতি ফ্রন্টিয়ার কর্পস বিভাগের ৪৪ কর্মীকে হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে দুর্গম বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলায় এ সংর্ঘষ হয়। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আওয়ারানের একটি এলাকায় বিশেষ অভিযানে যায় ফন্ট্রিয়ার র্কপসের একটি দল। অভিযানের বিষয়টি টের পেয়ে ফ্রন্টিয়ার কর্পস সদস্যদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। তাদের হামলা প্রতিরোধে গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। এতে নিষিদ্ধঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের নয় কমান্ডার নিহত হয়।
পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করে ফ্রন্টিয়ার কর্পস।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিবৃতি দেয় প্রাদেশিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, ওই জঙ্গি কমান্ডারদের পরিচয় জানায়নি মন্ত্রণালয়।
ঢাকা জার্নাল , জুলাই ১৯, ২০১৫