পহেলা বৈশাখ থাকবে বৃষ্টিহীন, ভ্যাপসা গরম
ঢাকা জার্নাল: এবারের পহেলা বৈশাখে ধরণী ভেজাবে না বৃষ্টি। তবে মেঘ থাকবে আকাশে। তাই ভ্যাপসা গরম সঙ্গী হবে প্রকৃতি ও মানুষের।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। তবে ভ্যাপসা ভাবের কারণে শরীরে অনুভূত হবে ৩৭/৩৮ ডিগ্রি তাপমাত্রা। আর বাতাসে ৬৫ শতাংশ আদ্রতা ঘাম ঝরিয়ে দেবে শরীরে।
সকালে পশ্চিমা বাতাস বইবে ৫ কিলোমিটার বেগে। দুপুরে বাতাসের এই বেগ বেড়ে হবে ১০ কিলোমিটার। সন্ধ্যা নাগাদ তা ফের ৫ কিলোমিটারে নেমে যাবে।
যদিও পহেলা বৈশাখের আগে সোমবার চৈত্র সংক্রান্তির দিন দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে সেই বৃষ্টির ছাঁট পরদিন পহেলা বৈশাখ পর্যন্ত গড়ানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে।
ঢাকা জার্নাল, এপ্রিল ১৩, ২০১৫