পদ্মা সেতু পাড়ি দিয়ে সরাসরি ঢাকা-ফরিদপুর ট্রেন চলাচল
রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে সরাসরি ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছেছে ট্রেন। পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রুটে পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চলাচল করছে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ট্রেনে চড়ে রাজধানীতে আসা-যাওয়ার বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন খুব সহজেই পূরণ হচ্ছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৭ মিনিটে ঢাকা থেকে ছাড়ে ট্রেনটি। বেলা ১১টা ২০ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশনে পৌঁছায়। এরপরই পদ্মা সেতুতে ওঠে ট্রেন। দুপুর ১২টা ১৭ মিনিটে ট্রেনটি ভাঙা স্টেশনে পৌঁছায়।
দীর্ঘ এই পথ পাড়ি দিতে সময় লেগেছে ২ ঘণ্টা ১০ মিনিট।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে গেল বছরের ২৫ জুন। চলতি বছরের ৪ এপ্রিল প্রথমবারের মতো সেতুটি দিয়ে ভাঙ্গা থেকে মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে চলাচল করে ট্রেন। এবার প্রথমবারের মতো ঢাকা থেকে ভাঙ্গা ট্রেন চলাচলের ‘ট্রায়াল রান’ হয় আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)।