বিনোদন

নেহার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রোহন

ঢাকা জার্নাল ডেস্ক

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছিল গায়িকা নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিকঠাক চলছে না। সম্প্রতি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দাবি করছে যে তাদের বিবাহ জীবন বিচ্ছেদে রূপ নিতে যাচ্ছে। এই খবর নেট দুনিয়ায় রাতারাতি ছড়িয়ে পড়ার পর নিজেই মুখ খুললেন রোহন।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রোহন বলেছেন, ‘গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো বানানো জিনিস আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে। তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। আপনার এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত।’

কপিল শর্মার শো-তে বেশ কয়েকদিন আগে নেহা জানিয়েছিলেন, রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চান না তিনি, মানসিক ভাবেও প্রস্তুত ছিলেন না। অপরদিকে ৩৩ বছরের নেহা এই বয়সে এসে প্রেম করে সময় নষ্ট করতেও আগ্রহী ছিলেন না।

‘আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই আমাদের নিয়ে বলুক কথা লোকে। মানুষের মনে তো আছি।’- এমনটাই বলেছেন রোহন।

২০২১ সালের আগস্ট মাসে এক মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় হয়েছিল নেহা ও রোহনের। আবেগের লেনদেনের পর তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন এই জুটি। এখনো তাদের সংসার জীবন কাটছে ঠিকঠাক ভাবেই।