নেতাদের শর্তহীন মুক্তি, না হলে ১৮ ও ১৯ মার্চও হরতাল
ঢাকা জার্নাল: বিএনপি’র আটক নেতাদের বিনা শর্তে বৃহস্পতিবারের মধ্যে মুক্তি দেওয়া না হলে আগামী ১৮ ও ১৯ মার্চ সোম ও মঙ্গলবার হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এ ঘোষণা দিয়েছেন বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
১৩ মার্চ মঙ্গলবারের হরতাল সর্বাত্মকভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার রাতে দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেন খন্দকার মোশাররফ।
তিনি বলেন, বিএনপি’র অফিসের ভেতরে বোমার নাটক সাজিয়েছে পুলিশ। দেশবাসির কাছে যা সম্পূর্ণ অবিশ্বাস্য। অতর্কিত হামলা ও শীর্ষ নেতাদের আটককে বৈধ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এর আগেও শীর্ষ নেতারা তাদের বুলেটে জর্জরিত হয়েছে। নারী সদস্যরাও হামলার শিকার হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল এর আগেই এক দফার আন্দোলন শুরু করেছে উল্লেখ করে এই নেতা আরও বলেন ১২ মার্চ ১৮ দলের পক্ষ থেকে সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয়েছে। দেশবাসির কাছে এই হরতাল সফল করার আহবাদ জানাচ্ছি।
ঢাকা জার্নাল, মার্চ ১১, ২০১৩