নির্লজ্জ রণবীর কাপুর !
ঢাকা জার্নাল: ছয় বছর আগে সাওয়ারিয়া চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় হালের বলিউড ক্রেজ রণবীর কাপুরের। সেই চলচ্চিত্রের একটি গানের দৃশ্যে শুধু তোয়ালে পড়ে অভিনয় করেন এবং একটি পর্যায়ের মুহূর্তের জন্য তোয়ালে পরে যায় এবং রণবীরকে পিছন থেকে নগ্ন অবস্থায় দেখা যায়। গানটি সে সময় ব্যাপক আলোচিত হয়। এবং গানটি তাকে একটা বড় ব্রেক দিতে সাহায্য করে।
কিন্তু এবার আবারো সংবাদ হয়েছেন ক্যামেরার সামনে পুরো নগ্ন হয়ে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে। ভারতের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকায় তিনি বলেন, “ক্যামেরার সামনে আমি নির্লজ্জ। যদি পরিচালক চান তবে ক্যামেরার সামনে পুরো নগ্ন অবস্থায় কাজ করতে রাজি আমি।”
তিনি আরো বলেন, সাওয়ারিয়া চলচ্চিত্রের ওই বিশেষ দৃশ্যে অভিনয় করা আমারা জন্য মোটেও অস্বস্তিকর ছিল না। অনেকগুলো অচেনা মানুষের আমার সামনে পশ্চাৎদেশ উন্মুক্ত করতে আমার একটু লজ্জা লাগেনি। দর্শকরা ওই বিশেষ দৃশ্য দেখার জন্যও আমার সিনেমা দেখতে হলে এসেছিলো।
তবে রণবীরেরে এমন ইচ্ছা প্রকাশে এখন পর্যন্ত কোন পরিচালক আগ্রহ দেখাননি।