নির্বাচনে হেফাজত ঠেকাতে কঠোর নির্দেশ
ঢাকা জার্নাল: সিটি কর্পোরেশন নির্বাচনে হেফাজতে ইসলামের অনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে বন্ধের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার এ নির্বাচনকে ঘিরে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের আইন-শৃঙ্খলা বৈঠকে এ নিয়ে আলোচনা করা হয়।
রাজশাহী ও বরিশালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিষয়টি জানতে চায় নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনকে হেফাজতে ইসলামের অনৈতিক কাজ বন্ধের জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার রাজশাহী মহানগরীর সাফাওয়াং কমিউনিটি সেন্টারে সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে সমর্থন জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ১৮ দলীয় জোট।
সভার শুরুতেই কোরআন তেলাওয়াতের পর বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামী ঐক্যজোটের রাজশাহী বিভাগীয় সভাপতি ও হেফাজতের রাজশাহীর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সামাদ। যা খোদ বিএনপির নেতাকর্মীদেরই বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়।
দোয়া পরিচালনার সময় তিনি সুকৌশলে শাপলা চত্বরে ‘নিহত’ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী বুলবুলকে বিজয়ী করতে সবার দোয়া কামনা করেন।
একই সঙ্গে তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামানকে অভিশাপ দেন বলে উপস্থিতরা অভিযোগ করেছেন।
মাওলানা আবদুস সামাদ দোয়ায় বলেন, “আমরা কোরআনের আইন চালু করতে চাই। আল্লাহ, ১৮ দলের মধ্যে মিল-মহব্বত পয়দা করে দাও। বিগত মেয়র ইসলামী জলসা করতে দেয়নি। কোরআনের কথা শোনেনি, আলেম-ওলামাদের টিটকারি করেছে। আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। তাকে খতম করে দাও। সাবেক মেয়রকে পরাজিত করে দাও।”
ঢাকা জর্নাল, মে ৩০, ২০১৩।
সূত্র, বাংলানিউজ।