নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা
আরও দুই সপ্তাহ ছুটি বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্য বিধি মেনেই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।
এম এ খায়ের বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের আগে নির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্য বিধি মেনে সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান আরও দুই সপ্তাহ বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা বন্ধ না রেখে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।