শীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

নিজ গ্রামে সমাহিত নিলয়

Niloy 4ঢাকা জার্নাল (পিরোজপুর): পিরোজপুরের নিজ গ্রামের বাড়িতে সমাহিত করা হয়েছে ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায়ের (নিলয় নীল) মরদেহ।

শনিবার (০৮ আগস্ট) দিনগত রাত ২টায় তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে রাত সাড়ে ১০টায় নিলয়ের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা থেকে পিরোজপুর সদর উপজেলার চলিশা গ্রামের তার নিজ বাড়িতে পৌঁছায়। এরপর রাত সোয়া ১২টায় তার মরদেহের শেষকৃত্য শুরু হয়।

নীলাদ্রির বোন জয়শ্রী চট্টোপাধ্যায় জানান, আগে থেকেই পারিবারিকভাবে শেষকৃত্যের সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, ১৯ দিন বাড়িতে থেকে গত ২৫ জুলাই নীলাদ্রি ঢাকায় যান। গত বৃহস্পতিবার রাতে তার সঙ্গে নীলাদ্রির শেষ কথা হয়।

এদিকে রাতে নীলাদ্রির গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর পর তার মায়ের আহাজারি ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। নিলয়কে এক নজর দেখতে তার বাড়িতে মানুষের ঢল নামে।

নিলয়কে তার মা নান্টু বলে ডাকতেন। স্থানীয়রাও তাকে নান্টু নামেই চিনতেন বলে জানালেন।

বিকেলে নিলয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা ‘নান্টু, নান্টু’ বলে বিলাপ করে কাঁদছেন। স্বজনরা তাকে স্বান্তনা দিতে গিয়ে নিজেরাও কান্না ধরে রাখতে পারছেন না।

নীলাদ্রি হত্যার বিচারের দাবি করেছে তার গ্রামবাসী এবং পিরোজপুরের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য, শুক্রবার (০৭ আগস্ট) জুমার নামাজের সময় রাজধানীর উত্তর গোড়ানে ভাড়া বাসায় তার স্ত্রী ও শ্যালিকাকে বারান্দায় আটকে রেখে ব্লগার নিলয় নীলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ঢাকা জার্নাল, আগস্ট ৯, ২০১৫।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.