নিজ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের নির্দেশ
যেসব বিদ্যালয়ে এখনও শহীদ মিনার নেই, সেসব বিদ্যালয়কে স্ব-ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেসব বিদ্যালয়ে অবিলম্বে শহীদ মিনার নির্মাণ করে ছবিসহ আঞ্চলিক উপরিচালকের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানানো হলো।